header banner

ছত্রধর মাহাতোর কর্মসূচিতে বাধা গ্রামবাসীদের

article banner

বঙ্গধ্বনি কর্মসূচির কাজ করতে বাধা দেওয়া হল ছত্রধর মাহাতো কে। সোমবার বিকেলে পাটাশিমূল ১২ নম্বর অঞ্চলের পাটাশিমূল গ্রামে বঙ্গ ধ্বনি কর্মসূচি ছিল তৃনমূলের এই নেতার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আরো বেশ কিছু ব্লক নেতারা। সেখানেই পাটাশিমূল গ্রামে ঢোকার সময়, রাস্তার সামনে টিএমসির রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ঘিরে ধরে বিজেপি ও মাওবাদীদের নিহতের পরিবারের। গোব্যাক  খুনি ছত্রধর প্ল্যাকার্ড দেখানো হয় তাকে। বেশ কিছুক্ষন ঘেরাও অবস্থায় হেনস্থার সম্মুখীন হন তিনি। পরে আই.সি ও এসডিপিও পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়। পরে পুলিশি নিরাপত্তার মাঝেই কর্মসূচি শেষ করেন তিনি। বঙ্গধ্বনি কর্মসূচি শেষ হওয়ার পর ছত্রধর মাহাতো কৃষিবিলের বিরুদ্ধে একটি মিছিলে অংশগ্রহন করেন। 

{ads}

Chhatradhar Mahato TMC Bangadhwani BJP local People Politics West Bengal India

Last Updated :