header banner

Mamata Banerjee : শিক্ষা আন্দোলনের মাঝে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পরে বাংলা জুড়ে চলেছে নানা স্তরের আন্দোলন। এদিকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষকরা বেতন পেলেও গ্রুপ সি ও ডি কর্মীরা কোনো বেতন পাবে না বলেই জানিয়েছে আদালত। আর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকার তাদের অনুদান দেবে। চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি শিক্ষাকর্মীদের অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার।

{link}

চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হবে অনুদান। রাজ‍্য সরকারের আবেদন মেনে চাকরি যাওয়া শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার পাশাপাশি বেতন দেওয়ার অনুমতি দিয়েছেসুপ্রিম কোর্ট। কিন্তু ওই তালিকায় শিক্ষাকর্মীদের একটা বড় অংশ বাদ পড়েন। ফলত রাস্তায় নেমে আবারও বিক্ষোভে সামিল হন তাঁরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্য সরকারের তরফে ‘রিভিউ পিটিশন’ করা হবে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতে বিশেষ প্রকল্প তৈরি করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গ্রুপ ‘সি’ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রু ‘ডি’ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। 

{link}

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রম দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ২০১৬ সালের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’-এর অধীনে মাসিক অনুদান পাবেন। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি পদের কর্মীরা পাবেন ২০ হাজার টাকা। আদালতে মামলা চলাকালীন সময় পর্যন্ত চাকরি হারানো শিক্ষাকর্মীদের রাজ্য সরকার এই সহায়তা দেবে।

{ads}

News Breaking News Mamata Banerjee সংবাদ

Last Updated :