header banner

West Bengal: মুখ্যমন্ত্রীর ছবি পূজা মণ্ডপে টাঙ্গাতে হবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় দুর্গাপূজো কমিটিদের চেক বিতরণ মঞ্চেের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী পুজো কমিটিদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রীর ছবি মন্ডপে না টাঙ্গালে আপনারা আর্থিক সাহায্য নেবেন, না যা নিয়ে শোরগোল পড়ল ভাতার এলাকায়।

{link}
গোটা রাজ্যে সরকারের সাহায্য যে সমস্ত পুজো কমিটিরা সরকারি আর্থিক সাহায্য পারছেন তাদেরকে চেক বিতরণ করা হচ্ছে থানায় আজ অর্থাৎ সোমবার। ভাতার থানায় চেক বিতরণ অনুষ্ঠান ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী।

{link}

তিনি মঞ্চ থেকে বলেন আমি পুজো কমিটিদের বলব আপনারা মুখ্যমন্ত্রীর ছবি প্রতিটি পূজা মণ্ডপে টাঙ্গান। যদি না টাঙ্গান তাহলে আপনারা এই আর্থিক সাহায্য নেবেন না। এই বক্তব্য নিয়ে শোরগোল এলাকায়।

{ads}

News Breaking news West Bengal politicsসংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article