header banner

Business Summit: রাজ্যে আবার বিনিয়োগকারীদের সমাবেশ ডাকলেন মুখ্যমন্ত্রী! মূল উদ্দেশ্য কী?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আদপেও রাজ্যে কোনো ভালো বিনিয়োগ শুরু হয়েছে কিনা বা কতটা হয়েছে - তা নিয়ে প্রচুর বিতর্ক আছে। কিন্তু সিঙ্গুর কাণ্ডের পড়ে মুখ্যমন্ত্রীর শিল্পের ইমেজ যে ততটা নেই তা বলতেই হবে। তাই মাঝে মাঝে নিজেদের অবস্থান তুলে ধরতে মুখ্যমন্ত্রীকে কেনক্লেভ ডাকতেই হয়। যদিও একথা ঠিক গত চোদ্দো বছর ধরে এ রাজ্যে ক্রমাগত বিনিয়োগ করেছে দেশি-বিদেশি শিল্প সংস্থাগুলি। অন্তত শাসকদল তাই বলছে। লগ্নির হাত ধরে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথও। রাজ্যে শিল্প সাফল্যের সেই সব বাস্তব কাহিনিই শোনাবে এবারের শিল্প কনক্লেভ। যাঁরা লগ্নি করেছেন, যাঁরা শিল্প গড়েছেন, যাঁরা কর্মসংস্থান তৈরি করেছেন, তাঁরাই শোনাবেন তাঁদের শিল্প-যাত্রার অভিজ্ঞতার কথা। শুধু যা হয়ে গিয়েছে তা নয়, এই সাফল্যের ভবিষ্যতের রূপরেখাও তুলে আনবেন শিল্পমহলের তাবড় ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শিল্পজগতে এমন অভিনব ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।

{link} 

শুক্রবার নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পরই এই কনক্লেভের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও অর্থ দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানে আসবেন তাবড় শিল্পপতি ও লগ্নিকারীরা। তাঁরাই জনসমক্ষে তুলে ধরবেন রাজ্যে শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি। অমিত মিত্রর কথায়, "যাঁরা সাফল্য পেয়েছেন, তাঁদের মুখেই শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে।" একইসঙ্গে তাঁর বক্তব্য, “সাফল্যেকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাও শুনব আমরা। সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে।"

{link}

  নবান্ন সূত্রে খবর, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ‘ফোকাস’ হিসাবে বেছে নেওয়া হয়েছে। এদিন অমিত মিত্রের ব্যাখ্যা, উন্নয়নমুখী বৃদ্ধিকেন্দ্রিক শিল্প, কর্মসংস্থানমূলক, রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন শিল্পক্ষেত্র, রাজ্যের প্রাকৃতিক সম্পদ যেমন পাট, সিল্ক, পর্যটনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, রাজস্ব আদায়কারী শিল্পের মতো ক্ষেত্রগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে এই কনক্লেভে। তবে একইসঙ্গে অমিত মিত্র জানান, “কনক্লেভ ও সামিটের মধ্যে অনেক তফাত আছে। সামিটে দেশ-বিদেশের প্রতিনিধিরা ছিলেন। ৫০০-র বেশি ডেলিগেট ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কীভাবে তাঁরা বিনিয়োগ এনেছেন, কীভাবে তাঁরা তার সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কীভাবে রপ্তানি করছেন, তা তুলে ধরবেন।” এদিন সিনার্জি বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরা।

{ads}

Mamata Banerjee West Bengal Business Investor West Bengal Investment Bengali News News সংবাদ ব্যবসা বিনিয়োগ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article