header banner

Madrasa Result 2025 : উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, শনিবার পূর্ব নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হলো হাই মাদ্রাসার। হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার X হ্যান্ডেলে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি। যারা পরীক্ষায় তেমন আশানুরূপ ফল করেনি তাদেরও মনখারাপ না করার বার্তা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 

{link}

পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় শনিবার হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফলপ্রকাশ হয়। এবার হাইমাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৭৩ জন। তার মধ্যে ছাত্র ১৫ হাজার ৪২০ জন এবং ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী। আলিমে এবার ১১ হাজার ৫৮৮ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ২৮৬ এবং ছাত্র ৬ হাজার ৩০২। ফাজিলে ৪ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ২ হাজার ৮২ জন। সবমিলিয়ে মোট ৬০ হাজার ৩৭৪ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৫৩ এবং ছাত্রী ৩৬ হাজার ২১ জন। এবার হাইমাদ্রাসা পাশের হার ৯০.৩২ শতাংশ। আলিমে ৯২.৮১ শতাংশ এবং ফাজিলে ৯৩.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে।

{link}

গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে কিছুটা। গত বছর হাইমাদ্রাসায় পাশ করেছিল ৮২.৯৭ শতাংশ পড়ুয়া। আলিমে ৯২.১৬ শতাংশ এবং ফাজিলে ৯২.৮৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তার মুখ্যমন্ত্রী লেখেন, "হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।"

{ads} 

News Mamata Banerjee Breaking News Madrasa Result 2025 সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article