header banner

Salboni : মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন তাপবিদ্যুৎ কেন্দ্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পশ্চিম মেদিনীপুরে  (Paschim Medinipur) একটা বিরাট কর্মসংস্থান হতে চলেছে। উপসারী শিল্প হিসাবেও অনেক কর্মসংস্থান হবে। চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে (Salboni) তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র।

{link}

সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জিন্দল গ্রুপের সকলকে। এরপরই তিনি জানান, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে। যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এই প্রকল্পে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে এদিন মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে ঐতিহাসিক এই প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে, জানালেন তিনি। ১৬০০ মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দারাই উপকৃত হবেন বলে জানালেন মমতা। এরপরই মনে করিয়ে দিলেন বাম জমানার কথা। বললেন, আগে বলা হত, "লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার।" কিন্তু এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দলদের। ফলে লোডশেডিংয়ের সমস্যা আর একদমই থাকবে না। আগামিকাল গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

{ads}

News Breaking News Salboni Mamata Banerjee সংবাদ

Last Updated :