header banner

"মুখ্যমন্ত্রীর মিথ্যা লগ্নে জন্ম, অবিলম্বে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত"

article banner

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য রাজনীতিতে বাগযুদ্ধে ইটের বদলে পাটকেল নিত্যদিনের বিষয়। যে বাগযুদ্ধের বর্তমানে অন্যতম পরিচিত দুই অংশগ্রহণকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্ম নিয়েছেন, অবিলম্বে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার সন্ধ্যায় নদীয়ার দত্তপুলিয়ায় সভা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের বিস্ফোরক এক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, উনি প্রতিদিন মিথ্যা কথা বলেন। সোমবারই তিনি বলেছেন এরা যে এক কোটি৬৯ লক্ষ মানুষকে শিক্ষা ক্ষেত্রে তিনি চাকরি দিয়েছেন।উনি কত বড় মিথ্যাবাদী। এটার অন রেকর্ড আছে। সাংবিধানিক পদে থাকার সুযোগে অনেক কিছু এড়িয়ে চলে যান তিনি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জুডিশিয়ারি যেভাবে চেপে ধরেছে, আশা করি এবার ভালোই বিচার হবে। মুখ্যমন্ত্রী মিথ্যা হলপ নামা দিয়েছেন। 
এছাড়াও তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ট্রান্সফারের ভয়ে আপনারা নিজেদের গুটিয়ে রাখবেন না। কেউ কেউ আন্দোলন করছেন তবে সেটা ১০%। বাকি ৯০ শতাংশ নিজেদের গুটিয়ে রেখেছেন। জনগণের যাতে অসুবিধা না হয় সেই ভাবে টিফিন আওয়ারে বা শনি রবিবারে রাস্তায় নামুন। আমরা অনেক গণ আন্দোলন করে বামফ্রন্টকে সরিয়ে দিয়েছিলাম। গণ আন্দোলনে মানুষই শেষ কথা বলে। মিথ্যা মামলা পুলিশ অস্ত্র এগুলো সাময়িক ব্যাপার এগুলো পার্মানেন্ট ভাবে চলে না। 

{link}
পঞ্চায়েত মিলিটারি ইনডোর সমাবেশ সম্পর্কে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন ওটা ছোটদের সমাবেশ। ১০০ দিনের টাকা মেরেছে, যারা কাঠ মানি খেয়েছে সেটা ওদের সমাবেশ।' কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয়র সঙ্গে শুভেন্দু অধিকারী নিজাম প্যালেসের বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী বলেন,' অডিও ক্লিপ নিয়ে মানহারির মামলা তখনই করব যখন আমার নম্বর ওরা প্রকাশ করবে। ফোন নাম্বার প্রকাশ করলে তখন আমি ব্যাখ্যা দেব অথবা মানহানির মামলা করব।'


যার ফলে রাজ্যের বিরোধী দলনেতা যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একেবারে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তা স্পষ্ট। আসন্ন ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। সেই অভিযানেও যে একটি হুলুস্থুল কাণ্ড হতে চলেছে তা স্পষ্ট। সবমিলিয়ে বঙ্গ রাজনীতি নিয়ে এখন প্রান ওষ্ঠাগত রাজ্যবাসীর। কিন্ত বাঙালি নিজের চিরাচরিত অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়নি, তার সেইভাবে কোন কিছুতেই সত্যিই… মাথাব্যাথা নেই। 
{ads}

news politics Suvendu Adhikari Mamata Banerjee West Bengal সংবাদ

Last Updated :