শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM)। তিনি সেখানে জানান, চাকরী বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না তিনি।
{link}
নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫৩ জনের চাকরী বাতিল করেছে দেশের শীর্ষ আদালত। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, - "বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু রায় মানতে পারছি না। যারা চাকরী করছেন তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না বলা আছে রায়ে। আইনজীবি হিসেবে আমিও মামলা লড়েছি। আমি সমালোচনা না করলেও, রায় নিয়ে মতামত জানাতেই পারি মানবিকতার খাতিরে। আশাকরি বিকৃত করবে না, ভুল তথ্য ছড়াবেন না।"
{link}
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের ব্যাপম কাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন মমতা। তিনি বলেন, "মধ্যপ্রদেশে ব্যাপমকাণ্ডে কী হয়েছে, কতজনের শাস্তি হয়েছে? একজনের অপরাধে কতজনের শাস্তি হয়?" মমতা জানিয়েছেন, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাজে কোনও রকম নাক গলান না। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
{ads}