header banner

Mamata Banerjee : উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উত্তরবঙ্গ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে একটা বড়ো চ্যালেঞ্জ। উত্তরবঙ্গ মূলত বিজেপির (BJP) হাতে। তাই বার বার তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) মিছিল করতে পারেন। আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়ে। মুখ্যমন্ত্রীর কোচবিহারে (Cooch Behar) যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন।

{link}

একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভাল ফল করেছিল বিজেপি। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে মোট আসন ৫৪। এবার সেখানে ৪০টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই তা বুঝিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। সভাপতি হওয়ার পরই তিনদিনের সফরে উত্তরবঙ্গে যান তিনি। সেখানে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির নব্য ও পুরনো নেতা-কর্মীদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন। শমীক উত্তরবঙ্গ সফর সেরে আসার কয়েকদিন পর ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে সামিল হন শুভেন্দু। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ।

{link}

ওইদিনই উত্তরকন্যা অভিযানের পর শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু দলের নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দেন। তাঁর স্পষ্ট বার্তা, উত্তরবঙ্গ থেকে বিজেপির টার্গেট ৪০টি আসন। এই পরিস্থিতিতে চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর বেড়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যান। ভিনরাজ্যে বাংলভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী।

{ads}

 

News Breaking News Mamata Banerjee Siliguri North Bengal সংবাদ

Last Updated :