header banner

উদ্বোধনের আনন্দের সঙ্গে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাতে আর মাত্র পাঁচ দিন।তারপরই অপেক্ষার অবসান ।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দেবী আনন্দময়ীর আগমন।সাত মাস ধরে ফিকে হয়ে যাওয়া হাসি ফিরবে আবার এই বাংলার মাটিতে। আনন্দের মুহূর্তগুলি যাতে মানুষের মনে প্রভাব ফেলতে পারে তাঁর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন একটার পর একটা পূজা মণ্ডপ ।প্রতিটি জায়গায় তিনি প্রথমে প্রবেশ করে তারপর নিজের হাত জীবাণুমুক্ত করে প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন । শক্তি দায়িনী ,বিপদতারিনি মায়ের কাছে শুধু রাজ্য নয়, শুধু দেশ নয় বিশ্ব বাসীর কল্যানে পুষ্পার্ঘ অর্পণ করলেন মায়ের শ্রীচরণে ।  প্রতিটি মন্ডপ তিনি কিছুক্ষণ ধরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং সমস্ত জায়গায় পুজো  উদ্যোক্তাদের সাথে কথা বলে তিনি জানান, পুজো কমিটি গুলির সাথে দর্শনার্থীদের সুরক্ষা বিধি মানতে হবে এবং সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে

মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে শুভ উদ্বোধন করেন খিদিরপুর ৭৪ পল্লী, খিদিরপুর পঁচিশের পল্লী, বেহালা বড়িশা ক্লাব ,নতুন দল এবং অজয় সংহতি।

Inaguration Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable independence freed

Last Updated : 4 years ago