header banner

Malda : সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুধুই 'টাকা চাই' - এটাই যখন কোনো সিভিক ভলেন্টিয়ারের আদর্শ হয়ে ওঠে তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। আগেও এমন ঘটনা ঘটেছে। এবার মালদায় (Malda)। খবরে প্রকাশ, তাদের দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে। মারধরের ছবি ভাইরাল হয়েছে।

{link}

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur Police Station) রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। মারধরের ঘটনায় জখম হন গাড়ি চালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। জখম গাড়ি চালকের নাম রুহুল আলি। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে। এই ছবি দেখে স্তম্ভিত নাগরিক মহল। সকলেই ভাবছেন, আমরা কোন রাজ্যে বাস করছি! সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশের প্রথম ও শেষ কথা 'টাকা' অর্থাৎ ঘুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন। সঙ্গে ছিল গাড়ির মালিক।

{link}

ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান। এক হাজার টাকা দাবি করেন। চালক পাঁচশ টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিকরা। এরপর সিভিক চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। চালকের হাতে আঘাত গুরুতর। আহত চালক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করান। সুস্থ হতেই ঘটনায় আহত লরি চালক হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

{ads}

News Breaking News Malda Civic Volunteer সংবাদ

Last Updated :