নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সোমবার সকালে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার বাঁকড়ার নিউ মন্ডলপাড়া এলাকা। মুহুর্মুহু সেখানে ইট বৃষ্টি, মারামারি সংঘর্ষ চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে নামাতে হয় র্যা ফ। উত্তেজনা বজায় থাকার কারনে এখনও বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে ওই অঞ্চলে।
{link}
সূত্রের খবর, সোমবার সকালে মন্ডলপাড়া দিয়ে পাশের পাড়ার এক যুবক যাওয়ার সময় এলাকার যুবকদের সঙ্গে তার কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওই ঘটনা নিয়ে এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে জনৈক পঞ্চায়েত আধিকারিকের ছেলে ও তার দলবলের বিরুদ্ধে। পরে জখম ওই যুবক এলাকা থেকে লোকজন নিয়ে এসে পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। তখনই ব্যাক্তিগত ছোট বচসা মারাত্মক আকার ধারন করে। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
{ads}