header banner

RJD : ভোট চলাকালীন সংঘর্ষ, রোহিণী আচার্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নির্বিঘ্নে চলছিল পঞ্চম দফার নির্বাচন। ২০ মে, সোমবার নির্বাচন হয়েছে দেশের ৪৯টি আসনে। এর মধ্যে ছিল বিহারের কয়েকটি আসনও। ভোট কেমন হচ্ছে, তা দেখতে দুপুরে বেরিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। সারণ জেলার ছাপড়ার একটি বুথে রোহিণী যেতেই আরজেডির কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে।

{link}

স্থানীয় সূত্রে খবর, এলাকায় গিয়ে রোহিণী সটান ঢুকে পড়েন একটি বুথে। ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারও করতে শুরু করেন। এর পরেই এলাকা ছেড়ে চলে যান আরজেডি সুপ্রিমোর মেয়ে। এর পরেই আরজেডি কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্ত বচসা হয়। মঙ্গলবার সকালে দুপক্ষে সংঘর্ষ বাঁধে। ঘটনায় হত হন একজন। জখম হয়েছেন দুজন। এঁরা হলেন মনোজ যাদব ও গুড্ডু যাদব। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি ছোড়ে। গুলি লাগে মনোজ ও গুড্ডুর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মনোজ ও গুড্ডুকে ভর্তি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

{link}


অশান্তির আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য দু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। সারণের পুলিশ সুপার গৌরব মঙ্গলা বলেন, হিংসায় যারা ইন্ধন জোগাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।এই সারণ কেন্দ্র থেকেই আরজেডির টিকিটে লড়ছেন লালুর মেয়ে রোহিণী। তাঁর বিরুদ্ধে পদ্ম প্রতীকে দাঁড়িয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ রাজীব প্রতাপ রুডি।এক সময় সারণ থেকেই লড়ে সংসদে গিয়েছিলেন লালু। রোহিণী যেদিন মনোনয়নপত্র জমা দেন, সেদিন তাঁর সঙ্গে ছিলেন বাবা লালু প্রসাদ ও দাদা তেজস্বী যাদব। 

{ads}

News Rohini Yadav Daugther Lalu Prasad Yadav Father Booth RJD RJD Candidates BJP PM Modi BJP Candidates Hospital Death Manoj Yadav Guddu Yadav Police Vote Voter Election Election 2

Last Updated :