শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'এ এক অদ্ভুত নিয়ম চলে আসছে বহুকাল ধরে। এর পিছনে কোনো বিজ্ঞান না থাকলেও যথেষ্ট কু-সংস্কার আছে। হিমাচল প্রদেশের হিমালয়ের কোলে অবস্থিত, পিন্নি গ্রাম (Pinni Village)। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। এই গ্রামের অনন্য ভারতীয় আচার-অনুষ্ঠানও অবাক করে মানুষকে।
{link}
শ্রাবণ মাসে পাঁচ দিন এই গ্রামের মহিলাদের পোশাক না পরার ঐতিহ্য রয়েছে। ভারতের সামাজিক রীতিনীতি মেনে এই ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং এই আধুনিক ডিজিটাল ভারতে দাঁড়িয়েও এখনও অনেক মানুষ এটি অনুসরণ করেন। পিন্নি গ্রামে, শ্রাবণ মাসে মহিলারা পাঁচ দিন পোশাক পরেন না। এই সময় তাঁরা পশমের তৈরি কাপড় দিয়ে নিজেদের শরীর ঢেকে রাখেন। আর এই ঐতিহ্য গ্রামের মানুষের কাছে খুবই পবিত্র বলে মনে করা হয়।
{link}
একটি গল্প অনুসারে জানা যায়, প্রাচীনকালে এই গ্রামটি একটি রাক্ষসের আতঙ্কে আতঙ্কিত ছিল। কথিত আছে যে এই রাক্ষসটি সুন্দর পোশাক পরা মহিলাদের তুলে নিয়ে যেত। এতে বিরক্ত হয়ে, ভীত হয়ে গ্রামবাসীরা দেবতার কাছে প্রার্থনা শুরু করেন। দেবতা ওই রাক্ষসকে বধ করলেন এবং গ্রামটিকে তার আতঙ্ক থেকে মুক্তও করলেন। তখন থেকে এই ঐতিহ্য শুরু হয় যে শ্রাবণ মাসে মহিলারা পাঁচ দিন পোশাক পরবেন না। যাতে তাঁদের প্রতি কোনও অশুভ শক্তি আকৃষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এই অদ্ভুত ঐতিহ্য অনুসরণ করা হয়। আবার বলা হয় যে এই ঐতিহ্য প্রকৃতির সঙ্গে ঐক্য সম্পর্কিত। এই সময়ে, মহিলারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করেন। এক অর্থে, এটি প্রকৃতির উপাসনার প্রতীক।
{ads}