header banner

রাজ্যে কয়লা পাচার অব্যাবত, আসানসোলের বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে অবৈধ কয়লার কারবার

article banner

একদিকে কয়লা পাচার নিয়ে সিবিআই তদন্তে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি অন্যদিকে এখনও দিব্যি হয়ে চলেছে কয়লা পাচার। সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে অবৈধ কয়লা কারবার। বৃন্দাবনি নদী ঘাট থেকে নৌকার মাধ্যমে অবৈধ কয়লা চলে যাচ্ছে ঝাড়খণ্ডে। সামনে বিধানসভা ভোট আর তারই প্রাক্কালেই রাজ্যে কড়া নিরাপত্তার বেষ্টনি গড়ে উঠেছে। এর মধ্যেই সামডি কয়লা খনি থেকে কয়লা চুরি হয়ে চলে যাচ্ছে ঝাড়খন্ড, বিহার সহ বিভিন্ন জায়গায়। সামডি কয়লা খনি থেকে কয়লা চোরেরা কয়লা বের করে মোটর সাইকেল ও সেই সাইকেলে করে সেই কয়লা নদী পথে নৌকার সাহায্যে নিয়ে যাচ্ছে ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী এলাকায়। যা প্রশাসনের নজরে ঘটলেও প্রশাসন সম্পূর্ন নিশ্চুপ রয়েছে।

{link}


সামনে বিধানসভা আর তাই পশ্চিম বঙ্গের বর্ডার সহ বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে যাতে বহিরাগত বাইরে থেকে এ রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু রূপনারায়নপুর ঝাড়খণ্ড বর্ডারে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকলেও কি ভাবে বৃন্দাবনি কেওটজালি ঘাটে নৌকা করে বহিরাগতদের আসা যাওয়া চলছে সেইখানেই উঠছে প্রশ্ন। নেই কোন নিরাপত্তা তাছাড়া এই ঘাট দিয়ে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে কয়লা। যখন একদিকে প্রবল রাজনৈতিক অশান্তির আবহ তৈরি হয়েছে কয়লা কেলেঙ্কারি মামলায়। হচ্ছে সিবিআই মামলা, গ্রেপ্তার হয়েছেন বিনয় মিশ্র। কিন্তু এতো কিছুর পরেও কয়লা পাচার অব্যাহত রাজ্যে। শেষ কোথায়? কেনই বা সব জেনেও নিশ্চুপ প্রশাসন? এহেন অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে যাচ্ছে। 
 

{ads}

Coal Scam Asansol CBI Investigation Police Crime News Scam Report News West Bengal Police Asansol Police West Bengal India

Last Updated :