header banner

'পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে খুন কয়লা মাফিয়া রাজেশ ঝা ওরফে রাজু

article banner

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতে দুষ্কৃতী তাণ্ডব, 'পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে খুন 'কয়লা মাফিয়া রাজেশ ঝা ওরফে রাজু। পর পর ছয় থেকে সাতটা গুলি করা হয়।গুলিবিদ্ধ হয়েছেন রাজুর এক সঙ্গী ব্রতীন মুখার্জিও। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা আসেন। শক্তিগড় থানার পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তি ও তাঁর সঙ্গীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

{link}

সূত্রের খবর, এদিন দুর্গাপুরের দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন রাজেশ ঝা। চালক ছাড়াও আরও দুইজন ছিলেন গাড়িতে। শক্তিগড়ে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করছিলেন তাঁরা। সেই সময় নীল রঙের একটি চারচাকা গাড়ি এসে থামে ওই গাড়ির পাশে। কয়েকজন নেমে এসে পর পর গুলি চালায়। রাজু গাড়িতেই লুটিয়ে পড়েন। পিছনের সিটে থাকা রাজুর সঙ্গী পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর ডানহাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এরপর দুষ্কীতারা কলকাতার দিকে গাড়ি ছুটিয়ে পালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬-৭টি গুলির শব্দ পাওয়া গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়, ডিএসপি রাকেশকুমার চৌধুরি, পুলিশ সুপার কামনাশীষ সেন ঘটনাস্থলে আসে পরিদর্শন করে করে ঘটনাস্থল,তারপরেই ঘটনাস্থলে স্থানীয় দোকানে সিসিটিভির ফুটেজ খুঁটিয়ে দেখছে পুলিশ।

{ads}

news crime West Bengal সংবাদ

Last Updated :