header banner

Siliguri : ফ্ল্যাট থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার শহর শিলিগুড়ির (Siliguri) কলেজ পাড়া থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রের নাম বিশাল সরকার। সে হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। ওই ছাত্র শিলিগুড়ির‌ এক বেসরকারি কলেজে পড়াশোনা করছিল। শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।

{link}

জানা গিয়েছে এদিন বাড়ির মালিক ফুল তুলতে গিয়েছিলেন তখনই তিনি পচা গন্ধ পান।‌ এরপরেই তিনি যখন কিসের গন্ধ খোঁজ করতে যান। তখন ওই ছাত্রকে অনেকবার ডাকা হয়। এরপর ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

{link}

এরপর পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পান ঝুলন্ত মৃতদেহ। এই দেখে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

{ads}

News Breaking News Siliguri Suicide সংবাদ

Last Updated :