শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিহার, ঝাড়খন্ডে একটা প্রচলিত রীতি আছে যে শ্রাবন মাসে মহিলার মহাদেবের স্মরনে সবুজ চুরি পরেন। এবার সেও প্রভাবা ব্যাপাকভাবে পড়েছে পুরুলিয়ায় (Purulia)। শ্রাবণ মাস (Shravan) আসতেই বাজার হয়ে উঠেছে সবুজময়। বাংলার জেলা পুরুলিয়াতেও সবুজ চুড়ি (green bangles) পড়ার হিড়িক পড়েছে মহিলাদের মধ্যে। মহিলাদের পাশাপাশি এখন মেয়েরাও সমানভাবে অংশীদার হচ্ছে এই ঐতিহ্যে।
{link}
বছরের এই বিশেষ সময়টিতে পুরুলিয়ার বাজার থেকে গলিপথ সমস্ত প্রান্তেই চোখে পড়ছে মহিলাদের হাতে সবুজ চুড়ির বাহার। একসময় এই চুড়ির চল শুধুমাত্র বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময় বদলেছে এখন। বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও এই সবুজ চুড়ির প্রতি ঝুঁকছে সমানভাবে। শাস্ত্র মতে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা শুভ। স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুড়ি পরে মহিলারা ব্রত রাখেন বিশেষত শ্রাবণের সোমবারে। অনেকেই আবার মাসের প্রথম দিন থেকেই চুড়ি পরে রাখেন শ্রদ্ধা ও বিশ্বাস থেকে।
{link}
কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি পেতেও মহিলারা এই চুড়ি পড়েন শ্রাবণ মাসে। মহিলারা জানান, এটি শুধু ট্র্যাডিশন নয়, এটা এখন একটা ফ্যাশনও হয়ে উঠেছে। শ্রাবণের সবুজ চুড়ি মানেই একটু আলাদা অনুভূতি।
{ads}