header banner

LPG cylinder : আবারও কমলো বাণিজ্যিক গ্যাসের দাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রতি মাসের প্রথম দিন গ্যাসের দামের রিভিউ হয়। এক সময় হু হু করে বেড়েছে গ্যাসের দাম। আর এবার কমতে শুরু করেছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (LPG cylinder) দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে। আজ, ১ অগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

{link}

প্রতি মাসেরই শুরুতে বিশ্ব বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। গত জুলাই মাসের পর এবার অগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হল। অয়েল মার্কেটিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩টাকা ৫০ পয়সা কমানো হচ্ছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

{link}

এর ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম পড়বে ১৭৩৬ টাকা, যা আগে ১৭৬৯ টাকা ছিল। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা হবে। এর আগে, ১ জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডার পিছু। তার আগে জুন মাসে ২৪ টাকা, এপ্রিলে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের দাম।

{ads}

 

News Breaking News LPG cylinder সংবাদ

Last Updated :