শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হাওড়ার বেলগাছিয়া (Belgachia) ভাগাড়ে ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের হাতে প্রাথমিক সমীক্ষার পরে ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলগাছিয়া সুরেন্দ্রনাথ ঘোষ মেমোরিয়াল হাই স্কুলে জেলাশাসক ওই পরিবারগুলির হাতে চেক তুলে দেন।
{link}
উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার পদস্থ কর্তারা। পরে জেলাশাসক জানান, যে সব বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবারগুলিকে ১৫ হাজার এবং অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সমীক্ষার কাজ এখনও চলছে। পরবর্তী কালে আর ক'টি পরিবারকে আর্থিক সাহায্য করা হবে, তা দেখা হচ্ছে। তিনি বলেন, "এই পরিবারগুলি ভাগাড়ের পাশে ওই জায়গা ছেড়ে অন্যত্র যেতে চাইছেন না। আমরা তাঁদের অনুরোধ করেছি, মাটি পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এক সপ্তাহের জন্য এই স্কুলে এসে থাকার জন্য।
{link}
পাশে একটি ক্লাবঘর ও স্কুল সংলগ্ন একটি বাড়ি সংস্কার করে ওঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।” একই সঙ্গে জেলাশাসক জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের জন্য রাজ্যের পর ও নগরোন্নয়ন দফতর একটি বহুতল তৈরির পরিকল্পনা করেছে। তার জন্য জমির খোঁজ চলছে। পুর ও নগরোন্নয়ন দফতরের টাকাতেই ওই আবাসন তৈরি করা হবে।
{ads}