header banner

নন্দীগ্রামে থানায় অভিযোগ দায়ের অখিল গিরির বিরুদ্ধে, বিজেপির বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: শহীদ দিবসে প্রথমে বিজেপি তারপর তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলের কারনে রাজনৈতিক মহল উত্তপ্ত নন্দীগ্রামে। তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সেই ঘটনার প্রতিবাদ সভাতেই পথ অবরোধ চলাকালীন শুক্রবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে বিরূপ মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তার এই মন্তব্যের কারনে নতুন মোড় নেয় বিতর্ক। রাজনৈতিক মহলে শুরু হয় জোর তরজা।

{link}
শনিবার এই বিতর্কিত মন্তব্যের কারনে অখিল গিরির বিরুদ্ধে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সাহেব দাস নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপি যে কোনভাবেই এই বিষয়টিকে হালকা ভাবে নিতে চাইছেনা তা স্পষ্ট। কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি সকাল থেকেই নন্দীগ্রামে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। যার ফলে বর্তমানে রাজ্যের শাসকদলের আন্দোলনভূমী এখন কার্যত অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। যার আঁচ রীতিমতো বুঝতে পারছেন স্থানীয় মানুষেরাও। 
{ads}

news Nandigram BJP Protest Akhil Giri West Bengal সংবাদ

Last Updated :