header banner

বাঁকুড়ায় বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ফের সংবাদ শিরোনামে বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘীর বেসরকারী এক হাসপাতাল। 'মেডিকেয়ার জেনারেল হাসপাতাল' নামে ঐ হাসপাতালে 'ভুল' চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন ঐ রোগীর পরিবারের সদস্য ও আত্মীয়েরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যান বিষ্ণুপুরের এস.ডি.পি.ও সহ কোতুলপুর, জয়পুর ও ইন্দাস থানার ও.সি। তারা গিয়ে তদন্ত ও ন্যায় প্রদানের আশ্বাস দেওয়ার পর শান্ত হয় বিক্ষোভ।

{link}
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বিষ্ণুপুরের জামশুলী গ্রামের বছর পঁয়তাল্লিশের কোহিনুর খানকে কিডনী স্টোন সংক্রান্ত অসুস্থতার জন্য শুক্রবার ঐ বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তি সময়ে অপারেশানও হয়। পরে অবস্থার অবনতি হলে আই.সি.ইউ-তে রাখা হয়। সোমবার জনৈক 'সত্য ডাক্তার' তাদের জানান সম্পূর্ণ ভূল চিকিৎসা হয়েছে, এবং তার পরেই ঐ মহিলার মৃত্যু হয় বলে মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে। এমনকি পরিস্থিতি হাতের বাইরে গেলে 'টাকা দিয়ে ফয়সালা' করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। এহেন একাধিক কারনেই রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করতে শুরু করে। যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। 
{ads}

news Bankura Hospital wrong treatment death protest সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article