header banner

Ration Goods :  রেশন সামগ্রী পাচারের অভিযোগ,হাতেনাতে পাকড়াও করল গ্রামবাসীরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  : রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে প্রায় দুশো বস্তা রেশন সামগ্রী হাতেনাতে পাকড়াও করল গ্রামবাসীরা। ঘটনায় আটক দুজন । রেশন  সামগ্রী পাকড়াও এর ঘটনায় উত্তেজনা  ছড়িয়ে পড়ে কাকদ্বীপ বিধানসভার বাপুজী দশ নম্বর চ্যাটার্জি চক এলাকায়। জানাযায়, এলাকার বাসিন্দা দিনোনাথ নাইয়ার গোডাউন  থেকে ভ্যান বোঝাই রেশন  সামগ্রী  নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যান খারাপ হয়ে যায় । তা দেখেই এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়াতে। গ্রামবাসীরা জানতে চাওয়ায় রেশন  সামগ্রীর সাথে থাকা লোকজন জানায় রেশন সামগ্রী  এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। 

{link}


অবশ্য এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার তাদের কোন রেশন দিচ্ছিল না তাহলে এই রেশন সামগ্রীগুলো এলো কোথা থেকে? এরপরেই রেশন  সামগ্রী পাচারের অভিযোগ তুলে মালবোঝাই ভ্যান আটক করে খবর দেন হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাল বোঝাই ভ্যান সহ দুজনকে আটক করে পুলিশ। অন্যদিকে জানা যায় রেশন ডিলার দীননাথ নাইয়া   বাপুজী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত  সমিতির সদস্য। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। 

{link}


অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

{ads}

News Ration Goods Police Public সংবাদ

Last Updated :