header banner

West Bengal: উপনির্বাচনে চক্রান্তের ছক

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ উপনির্বাচনের প্রচার শেষ। মধ্যে মাত্র একটা দিন। তারপরেই বাংলায় ৬টি কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের আশঙ্কা এই নির্বাচনে বিরোধীরা বিশেষ করে বিজেপি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনবে। সেই বিষয়েই আগাম বার্তা দিতে তৃণমূলের প্রতিনিধি দল হাজির নির্বাচন কমিশনের অফিসে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বক্তব্য নিয়ে অভিযোগ জানিয়ে গত শুক্রবার কমিশনকে চিঠি লিখে দেখা করার জন্য সময় চায় তৃণমূল কংগ্রেস।

{link}

সময় না পাওয়ার পর শনিবার ফের চিঠি লেখেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) এবং ডেরেকের নেতৃত্বে পাঁচ সাংসদের প্রতিনিধি দল। কিন্তু ঠিক মতো সময় দিতে না পাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল। শেষ সোমবার বেলা তিনটের সময় সময় দিলে তাতে রাজি না হয়ে বেলা ১০ তার সময় দেখা করতে তারা বদ্ধপরিকর।

{link}

তৃণমূলের অভিযোগ, বিরোধীরা নানা চক্রান্ত করছে, চক্রান্ত করে তৃণমূলের ওপর দোষ চাপাতে পারে- সূত্র মারফত এমন তথ্যই জানতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তাই ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শাসক দল। ছয় কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে পাঁচটি আসন নিয়ে কার্যত নিশ্চিত তৃণমূল কংগ্রেস। শাসক দলকে ভাবাচ্ছে কেবল মাদারিহাট আসন। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!

{ads}

News Breaking News West Bengal TMC CM Mamata Banerjee BJP Modi PM সংবাদ

Last Updated :