header banner

অব্যাহত জনসমর্থন, মঙ্গলবার সকালে বহরমপুরে থেকে পদযাত্রা শুরু অধীরের

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: সাগর থেকে পাহাড় পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা। দক্ষিন ২৪ পরগনার গঙ্গাসাগরের প্রান্ত থেকে শুরু হওয়া এই যাত্রা বর্তমানে পৌঁছেছে মুর্শিদাবাদের বহরমপুরে। ১৪ তম দিনে মঙ্গলবার সকালে বহরমপুরের নিয়ালিশপাড়া হল্ট ষ্টেশন থেকে পদযাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। নওদাপাড়া গেষ্ট হাউস, নিয়ালিশপাড়া হল্ট ষ্টেশন, খোসবাগ বন্দেমাতরম মোড় হয়ে রোশনিবাগ এবং আজিমগঞ্জ সিটি তে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রা করছেন সাংসদ অধীর চৌধুরী।

{link}

উল্লেখযোগ্যভাবে এই পদযাত্রাতেও বিপুল মানুষের সমর্থন পেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুরুলিয়া থেকেও মানুষ এসেছেন এই পদযাত্রার অংশ হওয়ার জন্য। বহরমপুর, মুর্শিদাবাদের মাটি এই রাজ্যে কংগ্রেসের গড়ের মাটি। সেই মাটিকেই পুনরুদ্ধার করার এক ক্ষীণ আলো হয়ত চাক্ষুষ করতে পারছেন কংগ্রেসের নেতা কর্মীরা। আর এই আলোই তাদের কাছে এনে দিচ্ছে, সাগর থেকে পাহাড়ে রাজ্যে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।

{ads}

news Adhir Ranjan Chowdhury Bharat Joro Yatra West Bengal সংবাদ

Last Updated :