header banner

Dilip Ghosh : দিঘার মন্দির উদ্বোধনে দিলীপের উপস্থিতি নিয়ে বিতর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপর বর্ষিত হচ্ছে দলীয় আক্রমন। এবার তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, "কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই বাজপেয়ীই শান্তির বার্তা নিয়ে শত্রু পাকিস্তানে গিয়েছিলেন।

{link}

মোদীজি (Modi) নওয়াজ শরিফের বাড়িতে গিয়েছিলেন। উনি আবার সার্জিকাল স্ট্রাইক করেছেন, এয়ার স্ট্রাইকও করেছেন। আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে মিটিং করিনি। অনেকেই গোপনে ফোন করেন।” কিছুটা আক্ষেপের সুরেই এ দিন প্রাক্তন সাংসদ বলেন, “২০২১ এর পর থেকে দলের গ্রাফ নামছে।  আমরা জিততে ভুলে গিয়েছি। আমার লড়াই জারি আছে।"

{link}

দিলীপ ঘোষ কিছুটা পরিহাস করেই সাংবাদিকদের বলেন, "আমি কেন মন্দিরে এসেছি অনেকের কষ্ট ! আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমি মন্দিরে এসেছি, কে তৈরি করেছে সেটা বড় নয়। ভগবানকে তর্কের উপরে রাখা উচিত।” দলের ভিতর থেকেই তাঁর বিরুদ্ধে যে আঙুল উঠেছে, তার জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আজকে আমাদের দলে এমন লোক আছে যাদের বিরুদ্ধে লড়াই করে দলকে দাঁড় করিয়েছিলাম। দালালরা যবে থেকে দলে এসেছে দল একটার পর একটা নির্বাচনে হারছে। যারা আমার দিকে আঙ্গুল তুলছে, তারা বাংলায় বিজেপির বিধায়ক,সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি কমছে, তার জবাব দিক।”

{ads}

News Breaking News Dilip Ghosh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article