header banner

Durgapur : দুর্গাপুরে ‘জয় শ্রীরাম’ লেখা ঘিরে বিতর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দুর্গাপুরে (Durgapur) জয় শ্রীরাম (Jai Shri Ram) বিতর্কে সরগরম রাজনীতি (POLITICS)। যাকে ঘিরে রাজনীতির পারদ চড়লো দুর্গাপুরে। বিজোন রুটের একটি মিনিবাসের সামনের কাঁচে লেখা ছিল হিন্দি ভাষায় জয় শ্রীরাম লেখা।বাংলা পক্ষর সদস্যরা সেই লেখা ঢেকে দেয় কাগজ আর প্লাস্টিক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

{link}

বাংলা পক্ষর দাবী, বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সন্মান করতে হবে। বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম, অসুবিধে কোথায়এইদিকে এই ঘটনায় রাজনীতির পারদ চড়ছে দুর্গাপুরে। বাংলা পক্ষ তৃণমূলের শাখা সংগঠনের মতো কাজ করছে অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের।

{link}

মিথ্যে কথা বলে বিজেপির (BJP) নেতারা বাজার গরম করতে চাইছে, এর সাথে তৃণমূল কেন থাকতে যাবে??? কটাখের সুরে প্রশ্ন তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারের।দুর্গাপুরের বিজোন রুটের এই মিনিবাসকে ঘিরে এখন রাজনীতির তরজা তুঙ্গে দুর্গাপুরে। পারদ আরো চড়েছে ভাইরাল ভিডিওকে ঘিরে।

{ads}

 

News Breaking News Durgapur BJP Jai Shri Ram সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article