header banner

Mithun Chakraborty : AI-তে মিঠুন, ডুয়ার্সে মিথ্যে জনপ্রিয়তার বিতর্ক!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডুয়ার্সে (Dooars) আগামী ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে “ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড”। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি AI-জেনারেটেড ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) উপস্থিতি দাবি করা হয়েছে।

{link}

এই ভিডিও নিয়ে এখন বড়ো বিতর্ক দানা বাঁধছে। আয়োজক অর্জিত লোহারা স্বীকার করেছেন যে ভিডিওটি AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি, তবে প্রচারে কোথাও এই তথ্য উল্লেখ করা হয়নি, যার ফলে বিশেষ করে ডুয়ার্সের গ্রামীণ এলাকাগুলিতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ভিডিওটিতে মিঠুন চক্রবর্তীর মুখ ও কণ্ঠস্বর দেখানো হয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি “ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড” অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যদিও, অভিনেতা বা তার কোনো প্রতিনিধির তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

{link}

এখন প্রশ্ন উঠছে—এইভাবে মিথ্যা জনপ্রিয়তা দেখিয়ে কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে? এই প্রসঙ্গে সাদরি চলচ্চিত্র জগতের পরিচালক বন্টি মন্ডল, অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস ক্ষোভ প্রকাশ করে একে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

{ads}

 

News Breaking News Mithun Chakraborty Dooars সংবাদ

Last Updated :

Related Article

Latest Article