header banner

হাওড়ায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সাউণ্ড বক্স বাজিয়ে দলীয় কর্মসূচী, বিতর্কে তৃণমূল নেতৃত্ব

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বালির বিধায়কের পর এবার মাধ্যমিক চলাকালীন মাইক সাউন্ড বক্স বাজিয়ে রাজনৈতিক সভা করে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জী ও বিধায়ক তথা জেলা সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে। প্রশাসন ও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে এই ক্ষেত্রে। এই নিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন সাংসদ। তাঁর অবশ্য দাবি পড়াশোনা করছে ছেলেমেয়েরা। পলিটিক্স এর ব্যাপারটা একটু আধটু করতে হয়। জেলা সদর সভাপতির অবশ্য দাবি ঘেরা জায়গায় বাক্স বাজানো হয়েছে। কোনও চোঙ ছিলনা। 

{link}
কয়েকদিন আগেই বালির বিধায়কও একই কাজ করায় দল তাঁকে সতর্ক করেছিল। তারপরেও একই ভুল দলের নেতৃত্বের। এদিকে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তৃণমূল কংগ্রেসের মাইক বাজিয়ে সভা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। নতুন করে বলার কিছু নেই। ওরা মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে জলের বোতল দেয়। হাতে গোলাপ ফুল দেয়। আর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা করে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির পরিচয়। মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ্যে মাইক বাজানো আইন বিরুদ্ধ কাজ। সেটাই তৃণমূল কংগ্রেস করে দেখাচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলই হোক বা তৃণমূল কংগ্রেসের অন্য কোনও শাখা সংগঠন হোক, সর্বত্রই একই ব্যাপার। যদিও বিষয়টির বিপক্ষে মতামত দিয়েছেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ, সমবায় মন্ত্রী অরূপ রায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই বিষয়গুলি একেবারেই উচিত নয়। সবমিলিয়ে বর্তমানে এই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হাওড়ার রাজনৈতিক মহল। 
{ads}

news Howrah TMC Madhyamik Exam West Bengal সংবাদ

Last Updated : 2 years ago