header banner

আন্দুলে প্রভু জগবন্ধু কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়া নিয়ে বিতর্ক, গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটায় বিদ্ধ তৃণমূল। হাওড়ায় আন্দুলের কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ উঠল দলেরই যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। যে ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ চত্বর এবং হাওড়ার রাজনৈতিক মহল। ঘটনাটি ঘটেছে আন্দুলের প্রভু জগবন্ধু কলেজে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর।

{link}
আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের সামনে মন্ত্রী অরূপ রায়ের বিশালাকার প্ল্যাকার্ড লাগানো ছিল বেশ কিছুদিন ধরে। সেই প্ল্যাকার্ডই সোমবার রাতে কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। তারপর ঘটনাটি নজরে আসাতেই শুরু হয় জল্পনার। বিষয়টিকে কেন্দ্র করে বাড়তে থাকে উত্তেজনা। আরও অভিযোগ, এর গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপর মঙ্গলবার আবার এর পুনরাবৃত্তি ঘটলো। এদিন কলেজের সামনে এই নিয়ে প্রতিবাদ স্লোগান তোলা হলে উত্তেজনা তৈরি হয়। সাঁকরাইল থানার প্রশাসন কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসে। ছাত্ররা দাবি করেন সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মোতায়েন করা হয় কলেজের সামনে। যদিও এই বিষয়ে এখনও অবধি জেলা তৃণমূল নেতৃত্ব কিংবা অরূপ রায়ের তরফে কোন প্রতিক্রিয়া আসেনি। 
{ads}

news Arup Roy Prabhu Jagabandhu College Andul Howrah West Bengal Trinamool Congress

Last Updated :