header banner

Mahakal Mandir: স্বল্প পোশাকে মহিলাদের প্রবেশ নিষেধ! দার্জিলিঙের মন্দিরের নয়া ফতোয়া নিয়ে বিতর্ক

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরের সেই মন্দিরের খবর প্রকাশ্যে আসে। এবার সেই মন্দিরের নতুন ফতোয়া নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। মহিলাদের ছোট পোশাক নিয়ে এবার কার্যত ফতোয়া জারি করল দার্জিলিংয়ের মহাকাল মন্দির পূজা কমিটি। মন্দিরের বাইরে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট লেখা – মিনিস্কার্টের মতো ছোট পোশাক পরে মহিলারা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন না। যাঁরা এসব পোশাক পরে আসবেন, তাঁদের জন্য মন্দির চত্বরে ঘাগরার ব্যবস্থা থাকবে। তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে অনেকেই অসন্তুষ্ট। আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সারাবছর দার্জিলিংয়ে প্রচুর পর্যটকের সমাগম হয়।বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি ম্যালের ধার দিয়ে পাহাড়ি পথে হেঁটে আরও উঁচুতে মহাকাল মন্দিরেও পৌঁছে যান পর্যটকরা। এখানে পুজো দেওয়াও তাঁদের আকর্ষণ। 

{link}

  প্রতিদিন তাই প্রচুর মানুষের ভিড় হয় মহাকাল মন্দিরে। এবার সেই মন্দিরেই মহিলাদের জন্য বেঁধে দেওয়া হল পোশাকবিধি! ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। যেখানে লেখা, ‘মহিলাদের মিনিস্কার্ট বা অন্য কোনও ছোট পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ নিষেধ’। তবে তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে মন্দিরেই। কেউ ছোট পোশাক স্কার্ট পড়ে গেলেও মন্দিরে প্রবেশের জন্য লং ঘাগরার ব্যবস্থা করা থাকছে। মন্দির কর্তৃপক্ষের এমন নির্দেশিকায় পুণ্যার্থীদের মধ্যে বেশ অসন্তোষ তৈরি হয়েছে। বাংলার কোনও মন্দিরে এমন পোশাক-বিধি মানতে নারাজ পর্যটকদের একটা বড় অংশ। অনেকের মত, এই পোশাক-বিধির জেরে অনেক পর্যটকই হয়তো আর পুজো দিতে আগ্রহী হবেন না। তবে মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন অনেকে।

{ads}

News Darjeeling Mahakal Temple West Bengal Mahakal Temple Darjeeling News North Bengal সংবাদ মহাকাল মন্দির

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article