শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সরকারের তহবিলের অবস্থা ভালো না। তারমধ্যে সরকারের ২৯/৩০টা প্রকল্প চলেছে। খেলা-মেলাতেও খরচ হচ্ছে প্রচুর। এই অবস্থায় থমকে গেছে অত্যাবশ্যকীয় কিছু প্রকল্প। যেমন কোচবিহারের (Cooch Behar) 'জল-জীবন প্রকল্প' (Jal Jeevan Project)। প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে গ্রামীন এলাকায় বাড়ি–বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ হারিয়েছে গতি।
{link}
টাকা না পেয়ে সমস্ত প্রকল্পের কাজ কার্যত থমকে গিয়েছে। বিল না পেয়ে কাজ করতে চাইছে না বেশ কিছু এজেন্সি। কোচবিহারে ২০১৯–এ জল–জীবন প্রকল্পের কাজ শুরু হয়। মাঝে কোভিডের সময়ে দু’বছর কাজ সে ভাবে হয়নি। ২০২২ থেকে জোরকদমে কাজ শুরু হলেও তার অগ্রগতি একেবারেই খারাপ বলে অভিযোগ উঠেছে। জেলার অর্ধেক বাড়িতে এখনও পানীয় জল পৌঁছয়নি বলে অভিযোগ। স্বাভাবিক কারণেই বিশুদ্ধ পানীয় জলের অভাবে ক্ষুব্ধ মানুষ।
{link}
সরকারি হিসেবে জেলা জুড়ে সাত লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে। দাবি, তার মধ্যে এখনও পর্যন্ত চার লক্ষ ৪০ হাজার বাড়িতেই নাকি পানীয় জল পৌঁছেছে। ২০২৪–এর মার্চে কাজটি শেষ হওয়ার কথা ছিল। পরে সেটা বাড়িয়ে ২০২৪-এর ৩১ ডিসেম্বর করা হয়। পরে ঠিক হয় ২০২৫-এর ৩১ মার্চের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু তেমন লক্ষণ দেখা যাচ্ছে না বলেই স্থানীয় মানুষদের ধারণা।
{ads}