header banner

বিধাননগর পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ

article banner

লকডাউন উঠে যাওয়া পর এই শেষ কয়েক মাস ধরে মানুষ বেরোতে শুরু করেছে ঘরের বাইরে। এবং তার সাথে সাথেই এসে গেছে ক্রিসমাস ও বছর শেষের উৎসব। সেই উৎসবের মধ্যেই অধিকাংশ মানুষের মুখে দেখা নেই মাস্কের, অধিকাংশ মানুষ মেনে চলছেন না পারস্পরিক দূরত্বও। এক কথায় উৎসবের মরশুম আসতেই মানুষের মনে করোনা সম্পর্কিত বিধি নিষেধ নিয়ে দেখা দিয়েছে উদাসীনতা। যা বিপদের কারন হয়ে দাঁড়াতে পারে শহরবাসী সহ রাজ্যবাসীর ক্ষেত্রে। তাই মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বিধাননগর পুলিশ কমিশনারেট-এর বিধাননগর উত্তর থানা ও দক্ষিণ থানার উদ্যোগে বিভিন্ন ভিড় এলাকায় সচেতনতা সম্পর্কিত মাইকিং করা হয়। যে সমস্ত পথচারীরা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছিলেন তাদের মাস্ক প্রদান করা হয়। মূলত মানুষকে করোনা সম্পর্কে সচেতন করে তুলতেই এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। একের পর এক শহরে হতে থাকা এইরূপ পদক্ষেপ কিছুটা হলেও হয়ত সচেতনতা ফিরিয়ে আনতে সক্ষম হবে মানুষের মধ্যে।

 

  

KKB 1

Corona Covid-19 Awareness Camp Bidhannagar Bidhannagar Police Salt Lake West Bengal India

Last Updated : 4 years ago