header banner

আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ, কি করবেন নিজেকে সুরক্ষিত রাখতে?

article banner

ধীরে ধীরে ভারত সহ রাজ্যে ও শহর কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে নিজের প্রভাব ফের বৃদ্ধি করতে শুরু করেছে করোনা ভাইরাস। যাকে বিজ্ঞানিরা আক্ষ্যা দিচ্ছেন করোনার সেকেন্ড ওয়েভ বলে। সেই সেকেন্ড ওয়েভের দাপটেই কার্যত চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কপালে। করনার গ্রাফ থেকে শুরু করে দৈনিক আক্রান্তের সংখ্যা সবই কার্যত উর্ধবমুখী। আনলক পর্বের বেশ কিছুদিন হয়ে যাওয়ার ফলে করোনা সম্পর্কে অনেকটাই বেপরোয়া ভাব দেখা দিয়েছে মানুষের মধ্যে। পথচলতি মানুষের অধিকাংশের মুখেই নেই মাস্ক, বজায় নেই সামাজিক দূরত্বও। যার ফলে একথা স্পষ্ট যে মানুষ আবার নিজেই নিজের বিপদ ডেকে আনছে।


করোনার দ্বিতীয় ওয়েভে ইতিমধ্যেই হটস্পটে পরিনত হয়েছে হাওড়া। তাই পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আজ মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়ার বিভিন্ন যায়গায় সচেতনতা সূচক মাইকিং করা হয় এবং একই সাথে হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় পথচলতি মানুষ, যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক প্রদান করা হয়। এহেন পদক্ষেপ মানুষের মধ্যে কিছুটা হলেও সচেতনতা ফিরিয়ে আনতে সক্ষম হবে কি? 


এক্ষেত্রে একটি উত্তরই বলা যেতে পারে পুলিশ, ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলেই মানুষকে একটি পর্যায় পর্যন্ত মানুষকে সচেতন করে তুলতে পারে। বাকিটা সম্পূর্ন আপনার নিজের হাতেই। আপনি নিজে সচেতন থাকলে আপনার পাশাপাশি আপনার পরিবার সহ পৃথিবীও সুরক্ষিত থাকবে। সবার আগে এটাই ভাবা দরকার, করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে একজন যোদ্ধা আপনিও। সচেতন থাকলে আপনি, সুরক্ষিত থাকবে পৃথিবী। 

{ads}
 

Corona Covid-19 Corona Virus Kolkata West Bengal Covid Strain Covid-19 Second Wave Steps Cure News West Bengal India News

Last Updated :