header banner

কলকাতায় মিলল ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন

article banner

বছর শেষের আগেই ফের খারাপ খবর। ঠিক যখন কলকাতা সহ রাজ্যের মানুষ করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ফিরছিল জীবনের চেনা ছন্দে সেহেন মুহূর্তেই কপালে চিন্তার ভাঁজ। রাজ্যবাসীর উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মিলল ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন। সূত্রের খবর অনুযাই, কলকাতা মেডিকেল কলেজের এক স্বাস্থকর্তার ছেলের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। সেই যুবকটি গত ২০শে ডিসেম্বর কলকাতায় ফেরে। এয়ারপোর্টে তার করোনা টেস্ট করা হলে তার রেজাল্ট পজেটিভ আসে। যদিও তার কোন উপসর্গ ছিলনা বলেই জানা গেছে। এয়ারপোর্টে রিপোর্ট পজেটিভ হওয়ার পর তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
এই যুবক সহ মোট সাত জন কলকাতায় ফিরেছিলেন ব্রিটেন থেকে। সেই সাত জনেরই করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স-এ। কাল রাতে সেখান থেকে নমুনা স্থানান্তরিত হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপরেই গতকাল গভীর রাতে এনসিডিসি নমুনা পরীক্ষা করে জানায় যে ওই যুবকের শরীরে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন রয়েছে। 
স্বাভাবিকভাবেই এটি বিপুল চিন্তার কারন হয়ে দাঁড়াবে রাজ্যবাসীর কাছে। মঙ্গলবার পর্যন্ত সারা ভারতে ব্রিটেনের এই নতুন করোনা ভাইরাস স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৬। সেটাই আজ এক ধাক্কায় হয়ে দাঁড়িয়েছে ২০। যার মধ্যে সবেচেয়ে বেশি স্যাম্পেল পজেটিভ পাওয়া গেছে রাজধানী দিল্লিতে। তাই সব দিক নজর রেখে ইউকে থেকে আসা সমস্ত ফ্লাইট ৭ই জানুয়ারি পর্যন্ত ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সরকারের পক্ষ থেকে। 

{ads}
 

Covid-19 Corona New Corona Virus Strain UK Britain Flight Ban Kolkata West Bengal India

Last Updated :