header banner

কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শুরু রাজ্যে, বিনামূল্যে ভ্যাকসিন ঘোষনা স্বাস্থ্যমন্ত্রীর

article banner

নতুন বছরের শুরুতেই অপেক্ষার অবসান? করোনার ভ্যাকসিন দেওয়া কি এখন শুধুই সময়ের অপেক্ষা? ইঙ্গিত কিন্তু অনেকটা সেইরকমই। শনিবার সল্টলেকের দত্তাবাদে শুরু হল করোনা ভ্যাকসিনের ড্রাই রান। দত্তবাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই মহড়া হয়। দত্তবাদ ছাড়াও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় করোনা ভ্যাকসিনের মহড়া চলছে। মূলত স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত মানুষদের যেমন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের এই ড্রাই রানের সাথে যুক্ত করা হয়েছে। ড্রাই রানের সময় টিকা নেওয়া মানুষজনদের কোন সমস্যা হলে কিভাবে তাদের দেখভাল করতে হবে, টিকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় কি কি সুরক্ষাবিধি কিভাবে মানতে হবে এইসব বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। 
বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন, কোভিডশিল্ড ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি। কারন করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে এখনও পর্যন্ত দেশে সংক্রমিত হয়েছেন ২৯ জন, যে তালিকায় নাম রয়েছে কলকাতার একজন যুবকের। এছাড়াও কলকাতায় ব্রিটেন ফেরত আরো একজনের শরীরে মিলেছে করোনার সংক্রমণ। যা কার্যত চিন্তা বাড়িয়ে তুলেছে স্বাস্থ্যমন্ত্রক সহ সরকার ও সাধারন মানুষের। যার ফলে জরুরি ভিত্তিতে পরিস্থিতির কথা চিন্তা করে দেশে দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে বলে আশাবাদী দেশের মানুষ। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ ও দেশের মানুষ প্রস্তুত কিনা তাও জানা অত্যন্ত প্রয়োজনীয়। একইসাথে জানা প্রয়োজন ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে কোন খামতি রয়ে যাচ্ছে কিনা। মূলত সেই কারনেই শনিবার দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাকসিনের মহড়া শুরু হয়ে গেছে। সংবাদসূত্রের খবর অনুযাই গোটা দেশেই বিনামূলে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। যার ফলে নতুন বছরে কার্যত করোনা সম্পর্কিত খুশির খবরই এসে পৌঁছচ্ছে দেশবাসীর কানে। এখন কবে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে সেই দিনের ঘোষনার অপেক্ষাতেই সরকারের দিকে তাকিয়ে গোটা দেশ ও দেশবাসী। 


{ads}

Covid 19 Corona Virus Covid Vaccine Vaccination in India Vaccination in West Bengal Dry Run of Covid Vaccine in Salt Lake West Bengal India

Last Updated :