header banner

করোনার বিধিই না মেনে করোনা পরিক্ষা করিয়ে কি লাভ?

article banner

২রা মে রাজ্যে ভোটের ফলপ্রকাশ। কে বসবে বাংলার মসনদে? সেই প্রশণের উত্তর পেতে আর তর সইছেনা রাজ্যের মানুষের। ভোটের গণনার সাথে যে সমস্ত মানুষ যুক্ত থাকবে তাদের বর্তমান পরস্থিতির উপর লক্ষ্য রেখে করোনা টেস্ট করানো আবশ্যক। সেই মতোই আজ ভোট গণনার সাথে যে সমস্ত মানুষজন যুক্ত থাকবেন তাদের করোনা টেস্ট করানো হচ্ছিল শৈলেন মান্না স্টেডিয়ামে। কিন্তু সেইখানেই হাতাহাতি ভিড়ভাট্টার বিশৃঙ্খল ছবি ধরা দিল ক্যামেরায়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, একধিক মানুষের মুখে বালাই নেই মাস্কের। করোনার টেস্ট করাতে এসেই যদি করোনা বিধি না মানেন তবে আর সেই টেস্ট করিয়ে লাভ কি? আবার উপস্থিত মানুষ নিজেই নিজের টেস্ট করছেন, ব্যাবহৃত কিট পড়ে আছে খোলা অবস্থাতেই সচেতন না হলে বিপদ যে বাড়বে সে কথা যে আজও বোধগম্য হয়নি মানুষের তাই আবারও একবার প্রমানিত হল আজকের এই ঘটনায়। 

{ads}

Coivid-19 News Coronavirus Covid test election West Bengal News India

Last Updated :