header banner

একবার নয় বারংবার অভিযোগের কাঠগড়ায়, এতো গাফিলতি কেন ?

article banner

অনেক অভিযোগের পর এবার চিকিৎসাধীন থাকা অবস্থায় রোগী নিখোঁজের ঘটনা ঘটলো বালিটিকুরী ইএসআই হসপিটালের বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা ষাট বছর বয়সী কোভিড আক্রান্ত গণেশ দেবনাথ কে পরিবারের লোকজন গত ২রা মে তাকে বালিটিকুরী ই এস আই হসপিটালে ভর্তি করেন। দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত রোগীর কোন খবর পাওয়া যাচ্ছে না। যে কারণে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন আত্মীয়রা। পরে হসপিটাল থেকে রোগীর খোঁজ পাওয়ার খবর জানানো হলেও রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নি তার আত্মীয়রা। চরম অব্যাবস্থার ছবি হসপিটালে।

{link}
উল্লেখ্য বিষয় এর আগেও এহেন অভিযোগের সম্মুখীন হয়েছে বালিটিকুরী ইএসআই হাসপাতালকে। এর আগেও রোগীর মৃতদেহ নিয়ে অপ্রিতীকর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল হাসপাতাল কতৃপক্ষকে। অভিযোগ উঠেছিল দেহ না দেখিয়েই ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল রুগীর পরিজনকে। যার ফলে একবার নয় বারংবার অভিযোগ উঠে আসছে এই হাসপাতালকে ঘিরে, একথা স্পষ্ট। 


KKB 1

Covid-19 News West Bengal Howrah Covid-19 Hospital Covid-19 Paitent News West Bengal India live

Last Updated : 4 years ago