উলুবেড়িয়া কোভিভ হাসপাতাল সঞ্জীবন থেকে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৯৯ বছর বয়সের বাগনানের হারোপের বাসিন্দা ভবতারিনী সামন্ত। শনিবারদিন ফুলেশ্বরের সঞ্জীবন কোভিড হাসপাতাল থেকে ওই বৃদ্ধাকে ছুটি দেওয়া হয়। করোনা মুক্ত হয়ে ভবতারিণী সামন্ত বাড়ি ফেরায় খুশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে এখন পর্যন্ত এই হাসপাতালে প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রুগী ভর্তি হয়েছিল। যাদের মধ্যে ৩ হাজার ৭০০ জন ইতিমধ্যে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।