header banner

এমনটাও হতে পারে ? না হয়ত কল্পনাতেও কেউ ভাবেননি কোনদিন...

article banner

ফের করোনায় মৃত পরিজনের দেহ নিয়ে বিপাকে পরিবার। হাওড়ার ব্যাঁটরা অঞ্চলের ঘটনা। মৃতের পরিজনদের অভিযোগ ছিল প্রায় ৬ ঘন্টা ধরে করোনায় মৃত ব্যাক্তির দেহ বাড়িতেই পড়ে আছে, প্রশাসনকে জনানো হলেও মেলেনি কোনরকম সাহায্য। পরে হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এসে দেহ নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ৮টা নাগাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হরিধন ভট্টাচার্য্য নামক ৫৩ বছর বয়সী এক ব্যাক্তির। গত ২০ তারিখ করোনা পজেটিভ হয়েছিলেন ওই ব্যাক্তি। ছিলেন বাড়িতেই, রবিবার সকালে মৃত্যু হওয়ার পর থেকে বাড়িতেই রয়েছে পড়ে ছিল মৃতদেহ, প্রায় ছয় ঘন্টা দেহ পড়ে থাকার অভিযোগ সংবাদমাধ্যমে দেখানো হওয়ার পর হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এসে দেহ নিয়ে যাওয়া হয়। 

{link}
মর্মান্তিক এহেন বিভিন্ন ঘটনার ছবি উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে ভাইরাসের আতঙ্ক নিজের প্রিয়জনকে শেষবারের মতো আলিঙ্গনটাও করে উঠতে পারছেন না আত্মীয়েরা। চোখের জল গাল বেয়ে গড়িয়ে মিশে যাচ্ছে শরীরেই। একসময় প্রিয়জনের শবদেহ যতক্ষন পারা যায় আঁকড়ে বসে থাকতেন বাড়ির লোকেরা, আর আজ তারা কোভিডে বাড়িতে মৃত্যু হলে চাইছেন যত তাড়াতাড়ি পারা যায় দেহ সৎকারের উদ্দেশ্যে রওনা করিয়ে দিতে। মারণ ভাইরাসের দাপটে কার্যত রাবনের অনন্তকাল জ্বলতে থাকা চিতার মতো হয়ে উঠেছে প্রতিটা শ্মশান। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমনের হার। প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ ভেসে উঠছে টিভির পর্দায়। প্রতিটা ছবি ভয়ার্ত…

{ads}
 

death by covid covid-19 situation in India coronavirus. West Bengal India News

Last Updated :