ফের করোনা আক্রান্ত রোগীর দেহ নিয়ে যাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ হাওড়ায়। গতকাল রাতে করোনা আক্রান্ত হয়ে গোপাল চক্রবর্তী নামক এক ৬৪ বছর বয়সি ব্যাক্তির মৃত্যু হয়। তিনি ষষ্ঠীতলা কোনা রোডের বাসিন্দা। সেই ঘটনার বহু সময় পরেও নিয়ে যাওয়া হয়নি দেহ। মৃতের পরিবারের অভিযোগ কাল রাতেই ফোন করে জানানো হয় প্রশাসনকে তার পরেও কোন সহযোগীতা পাওয়া যায়নি। পরে পরিবারের লোক পাড়ায় খবর দিলে ও ব্যাপারটি জানাজানি হলে তারপর পরিবারের সাথে যোগাযোগ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এবং পরে এসে কর্পোরেশন থেকে দেহ নিয়ে যাওয়া হয়।
{link}
কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন তিনি, তারপর জ্বর আসলেও তা সেরে যায়। তারপর আবারও শরীর খারাপ করলে ডাক্তার দেখালে পরে করোনা ধরা পড়ে। করোনা ধরা পড়ার পর কোন হাসপাতালে সিট পাওয়া যায়নি। পাওয়া যাচ্ছিলও না অক্সিজেনও। পরে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে অক্সিজেন পাওয়া যায়। সেই সংস্থার সদস্যদের মতে আজ সকালে তাকে হয়ত আজ হাসপাতালে ভর্তি করাও সম্ভবপর হত। কিন্তু তার আগের রাতেই তিনি বিদায় নিলেন পৃথিবী ছেড়ে।
{ads}