header banner

যুদ্ধে তৎপরতাই নিল প্রাণ, বেহুশ কি জনতা ?

article banner

করোনা যুদ্ধে যেখানে মরিয়া হয়ে একদল যোদ্ধা প্রতিনিয়ত মৃত্যুকে পরোয়া না করে লড়ে চলেছেন, সেখানেই হতাশা ডেকে আনে মানুষের বেপরোয়া মনভাবের কারণে তাদের মৃত্যু। বর্তমান পরিস্থিতি যেন একটি যুদ্ধক্ষেত্র এবং সেই যুদ্ধক্ষেত্রে দাড়িঁয়ে আজকাল ডাক্তার, সমাজসেবী এবং সরকারী আধিকারিক ও কর্মচারীরাই হলেন প্রথম সারির সেনা। এই সময়ে একজন সেনার মৃত্যুই নিয়ে আসে অবসাদ। {ads}
একই দিনে এবার প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগণার দুই করোনা যোদ্ধা।  দুজনেই এই প্রতিকূল পরিস্থিতে মানুষের কাছে ছুটে যেতে দ্বিধাবোধ করতেন না। মন্দির বাজার ব্লকের বিডিও সইদ আহমেদ বিভিন্ন বিপক্ষ পরিস্থিতেই ব্লকের মানুষদের নানা ভাবে সাহায্য করেছেন। করোনা কিংবা আমফান, যে কোনো পরিস্থিতেই পিছিয়ে যাননি তিনি। আজ সেই পরিস্থিতিরই শিকার হয়ে প্রাণ হারালেন এই অধিকর্তা। ২০১৮ সাল থেকে তিনি মন্দিরবাজার ব্লকের দ্বায়িত্ত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন। গত ২১শে অক্টোবর করোনার উপসর্গ নিয়ে ভর্তি হবার পরেই ধরা পড়ে কো-মর্বিডিটি সহ নানা সমস্যা। বৃহষ্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অপরদিকে অনিন্দ্য বসু, নোদাখালি থানার আইসি নানা ভাবে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছেন মানুষকে সচেতন করতে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আচমকা প্রাণ হারালেন ২০১৯ সাল থেকে কর্মরত অফিসার।গত ১২ই অক্টোবর থেকে অসীম চেষ্টা চালিয়েও শেষ মেশ প্রাণ হারালেন তিনি।
প্রতিনিয়ত কয়েকহাজার যোদ্ধা করোনার মত বিশ্ব মহামারির সঙ্গে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে শহীদের মত মৃত্যু বরণ করছে যোদ্ধারা। সময় চক্রেই শহিদদের প্রাণকে সমাজের এক অংশের মানুষের মনে সচেতনতার বিকাশ ঘটিয়ে করোনার সঙ্গে লড়াইয়ে এগোতে সাহায্য করছে আবার সমাজের একাংশ এই শহীদ সন্তানদের প্রাণ ত্যাগকে স্বীকৃতি না দিয়ে বেহুশ ভাবে জীবনযাপন করছে। এর ভবিষ্যৎ কি হবে? {ads}
 

Covid19 Covid warriors west Bengal death

Last Updated :