header banner

করোনা মকাবিলার ভ্যাকসিনেও এগিয়ে প্রথম সারির যোদ্ধারা

article banner

করোনা মকাবিলায় দাড়িঁয়ে থাকা প্রথম সারির যোদ্ধারাই প্রথম ভ্যাকসিনের সুবিধা পাবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের বহু কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকে মারাও গেছেন বলেই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বলে আনুমান করা যায়। {ads}
মূলত সাফাই কর্মী থেকে শুরু করে ডাক্তার, নার্স, আশা কর্মী ও পুলিশ সহ সমাজকে বাঁচানোর ক্ষেত্রে  যারা সামনে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন তাদেরকেই প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে কারণ তারা আক্রান্ত হলে সমাজের কাঠামো ভেঙে যাবে বলে মনে করছে কলকাতা পুরোসভা। 
শুধুমাত্র যে কলকাতা শহর তাই নয়, জেলা, ব্লক ও গ্রাম সমেত প্রত্যেকটি স্তরের কর্মচারীদেরই এই ভ্যাকসিন দেওয়ার তরফে কলকাতা কর্পোরেশন থেকে চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসারকে। আশা করা যায় এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে প্রথম সারিতে কর্মরত কর্মীদের। {ads}
 

Covid Vaccine Workers Warriors Kolkata Kolkata Corporation West Bengal

Last Updated :