header banner

Malda: বিএসএফ পোশাকে ছদ্মবেশে গরু পাচার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গোরু পাচার এখনও অব্যাহত। যে অভিযোগে অনুব্রত মন্ডল (Anubrata Mondal) প্রায় দু'বছর জেল খেটেছেন, সেই গোরু পাচার এখনও সমানে চলেছে। তবে পাচারকারীরা নিয়েছে অভিনব কৌশল। বিএসএফ (BSF) জওয়ানদের পোশাক পরে তাঁদের ছদ্মবেশ ধারণ করে রাতের আঁধারে সীমান্তে গরু পাচারের চেষ্টা চলছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সদাসতর্ক প্রহরায় মালদহের (Malda) হবিবপুর সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

{link}

উদ্ধার হয় গরু-মহিষ। ধৃতরা সকলে ভারতীয় বলে জানিয়েছে বিএসএফ। বাংলাদেশে (Bangladesh) গরু পাচারের চেষ্টা করছিল। তার আগেই ধরা পড়েছে। চার জনকে আজ আদালতে পেশ করা হবে। অন্যদিকে, মুর্শিদাবাদ সীমান্তেও অভিযান চালিয়ে প্রচুর ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ, দক্ষিণবঙ্গ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটেলিয়নের বিওপি পান্নাপুরে বিএসএফের পোশাক পরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল ৩ ভারতীয়। জওয়ানদের সজাগ দৃষ্টি ও সক্রিয়তায় তারা গ্রেপ্তার হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় ২টি তরবারি, ১টি ছুরি এবং একটি নকল প্লাস্টিক বন্দুক।

{link}

২টি মহিষকেও উদ্ধার করা হয়েছে তাদের কবল থেকে। অন্যদিকে, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদে ১৪৬ তম ব্যাটেলিয়নের অধীনে বর্ডার আউটপোস্ট কাশমহালে প্রথম শিফটে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখে পড়ে, অন্ধকার এবং ঘন ঝোপের আড়ালে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে কিছু একটা পাচারের চেষ্টা করছে। তাদের ধাওয়া করে একজনকের গ্রেফতার করে বি এস এফ। বাজায়প্ত করা হয় ৮৯৭ বোতল ফেনসিডিল ভর্তি পাঁচটি ব্যাগ।

{ads}

News Breaking News Malda Cow smuggling সংবাদ

Last Updated :