header banner

Puri : পুরীর জগন্নাথ মন্দিরে ফাটল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এর আগে ২০২১ সালে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannatha Temple) ফাটল দেখা গিয়েছিল। এবার তা আবার নতুনভাবে দেখা দিয়েছে। এবার মেঘনাদ প্রাচীর অর্থাৎ জগন্নাথ মন্দিরের বাউন্ডারি ওয়ালে ফাটল চোখে পড়ল। রবিবার এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়। ১২ শতাব্দীর এই ঐতিহ্যবাহী মন্দিরে বারবার ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন সকলেই।

{link}

সূত্র মারফত জানা গিয়েছে, মন্দির সংলগ্ন আনন্দবাজারের বর্জ্য জল বাউন্ডারি ওয়ালের ফাটল দিয়ে গড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মন্দির সংলগ্ন এই দেওয়ালে একাধিক জায়গায় তাপ্পিও দেওয়ার চেষ্টাও চোখে পড়েছে। সেবায়তদের পাশাপাশি ভক্তদের পক্ষ থেকেও একাধিকবার জগন্নাথ মন্দিরের বাউন্ডারি ওয়ালের ফাটল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে ফাটল মেরামতের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে।

{link}

কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের প্রযুক্তিগত টিম ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের বাউন্ডারি ওয়ালের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তাদের তরফেও অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, "কীভাবে ফাটল ধরল, তা আমরা খতিয়ে দেখছি। এএসআই মন্দির সারাইয়েক প্রস্তুতি নিচ্ছে, তবে আমাদের দেখতে হবে হঠাৎ কেন ফাটল ধরল।"

{ads}

News Breaking New Puri Jagannatha Temple Odisha সংবাদ

Last Updated :