সুদেষ্ণা মন্ডল, রায়দিঘি: সুন্দরবন মানেই জলে কুমির ডাঙ্গায় বাঘ। সুন্দরবনের মানুষদের জীবন যুদ্ধে প্রতিদিনই কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। এবার সেই আতঙ্ক দেখা দিয়েছে গ্রামের অন্দরেই। রায়দিঘির মনি নদীতে দেখা মিল ৬ ফুট লম্বা কুমিরের। বিষয়টিকে ঘিরে প্রবলভাবে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। কুমিরের ভয়ে মৎস্যজীবীরা নদী থেকে তড়িঘড়ি মাছ ধরা থেকে বিরত থেকে স্থলভাগে উঠে এসেছেন। আবার একইসাথে কুমির দেখতে ভিড় জমিয়েছেন এলাকার উৎসাহী মানুষেরা।
{link}.
স্থানীয় সূত্রে জানানো হয়েছে, খবর দেয়া হয়েছে বনদপ্তর এর আধিকারিকদের। গ্রামবাসীরা মনে করছে রায়দিঘির পাশেই পাথরপ্রতিমা। পাথরপ্রতিমা কুমির প্রকল্প থেকে প্রায় সময় সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনদপ্তর এর আধিকারিকেরা সুন্দরবনের বিভিন্ন নদীতে কুমির শাবক ছাড়া হয়। পাথর প্রতিমার বিভিন্ন নদী বা খাল থেকে এই কুমিরটি রায়দিঘির মনি নদীতে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবেই কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। বনদপ্তর থেকে যতক্ষন পর্যন্ত না এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, আতঙ্ক অব্যাহত থাকবে গ্রামবাসীদের মধ্যে।
{ads}