header banner

Katwa : ‘সেলিব্রিটি’ মুরগি দেখতে ভিড়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুরগির দুই পা। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু নিয়মের ব্যতিক্রম তো থাকে। আর তা যদি দেখতে হয়, তাহলে আপনাকে যেতে হবে কাটোয়ায় (Katwa) এক মুরগির দোকানে। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কাটোয়া শহরের খড়েরবাজার এলাকার মুরগির মাংস বিক্রেতা রিন্টু ধরের খাঁচায় ঘুরে বেড়াচ্ছে চার পা যুক্ত ব্রয়লার মুরগি (chicken)।

{link}

লোকমুখে বিষয়টি চাউর হতে কার্যত ‘সেলিব্রেটি’ হয়ে উঠেছে সে। তাকে দেখতে ভিড় করছেন এলাকার বাসিন্দারা। চড়া দামে কিনতে চাইছেন কৌতুহলীরা। তবে এখন পর্যন্ত দোকানি ওই মুরগি বিক্রি করতে রাজি হয় নি। প্রকৃতির কত আজব সৃষ্টি। এমন ঘটনা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে মাঝে মাঝে ঘটে না তা নয়। কাটোয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার খড়েরবাজারে মুরগির মাংসের দোকান রয়েছে রিন্টু ধরের। তাঁর দোকানে কাজ করেন আব্বাস শেখ। অন্যান্য দিনের মতোন সকালে নিজের কাজে বসেন তিনি।

{link}

তখনই একটি মুরগি বার করতেই কার্যত আঁতকে ওঠেন আব্বাস। দেখা যায় মুরগিটির স্বাভাবিক দুটি পায়ের পাশাপাশি পিছনে ঝুলছে আরও দুটি পা! সঙ্গে সঙ্গে দোকান মালিককে ডেকে দেখান। রিন্টু নির্দেশ দেন, “ওটা মারিস না। খাঁচায় ভরে রাখ।” এরপরই আশেপাশের দোকান মালিকরা খবর পান। তাঁদের কাছ থেকেই চার পায়ের মুরগির কথা ছড়িয়ে পড়ে বাজারে। রিন্টুর দোকানের সামনে বাড়তে থাকে ভিড়। এখন মুরগির দৌলতে লোকমুখে ঘুরে বেড়াচ্ছে রিন্টু ও তাঁর দোকানের নাম।

{ads}

News Breaking News Katwa West Bengal chicken Viral News সংবাদ

Last Updated :