header banner

উপচে পড়া ভিড়, ক্রিসমাস ও বড় দিনে পর্যটকদের ডেস্টিনেশান দিঘা

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বড়দিন থেকে ইংরেজি নববর্ষ প্রতি বছরই এ সময় উৎসবে মেতে ওঠে সমুদ্র শহর দিঘা।পর্যটকদের স্বাগত জানাতে ইতিমধ্যেই শহরজুড়েই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। রবিবার বড়দিন। তার আগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিচ ম্যারাথন দিয়ে শুরু হয়ে গেল বছর শেষের উৎসব। এদিন থেকেই পর্যটকের ঢল নেমেছে দিঘা ও সংলগ্ন তাজপুর এবং শঙ্করপুরে। সর্বত্রই হোটেলগুলিতে প্রায় বুকিং শেষ। পরিস্থিতি যা তাতে বলা চলে,এদিন  রবিবার বড়দিনের সকালে জনজোয়ারে ভাসতে চলছে গোটা সৈকত। ভিড়ের কারণে দিঘা শহরে পা ফেলার জায়গা থাকবে নেই বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ী মহল।

প্রসঙ্গত, দিঘা-সহ লাগোয়া সব কটি সমুদ্র সৈকতে প্রতি বছর ধুমধাম করে বড়দিন পালন করা হয়। করোনা আবহে গতবছরও বেশ কিছু বিধি পালন করতে হয়েছে। তবে এবছর করোনাবিধি নেই। তার ওপর ইয়াসে বিপর্যস্ত দিঘা ঘুরে দাঁড়িয়েছে পুরোপুরিভাবে। ফলে এবছর বড়দিনের আনন্দে গা ভাসাতে প্রস্তুত পর্যটকরা উপচে পড়া ভিড়। দিঘায় বড়দিন মানে সমুদ্রস্নানের আনন্দ আর ঝাউবনে পিকনিক। এবার পর্যটকদের জন্য  পিকনিকস্পট নির্দিষ্ট করা হতেছে নিউ দিঘার ঢেউসাগর, ওসিয়ানা এবং মেরিনা ঘাট লাগোয়া এলাকায়। পিকিনিক করতে আসা গাড়িগুলিকে হেলিপ্যাড ময়দানের কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় দিঘাকে দূষণ মুক্ত রাখতে জোর দেওয়া হয়েছে পরিবেশবান্ধব পিকনিকের ওপর। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্লাস্টিক থার্মোকল ব্যবহারের ওপর। এ জন্য  নজরদারি চালাবে বিশেষ দল। 
এছাড়া, বড়দিন সহ  বর্ষ বিদায় ও বরণ পর্বকে ঘিরে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে গোটা দিঘা। রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে নিউ দিঘার অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, ওল্ড দিঘার বিশ্ব বাংলা পার্কগুলিকে।

news Tourist Tourism Digha West Bengal সংবাদ

Last Updated :