শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দিঘা তো বহুকাল ধরেই আছে। কিন্তু সমুদ্র সৈকত ছাড়াও এখন নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। আর সেই মন্দিরকে কেন্দ্র করেই ভিড় বেড়েই চলেছে দিঘায়। ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকের ভিড়ে ঠাসা দিঘা (Digha)। শুধু রাজ্যের বিভিন্ন জেলার পর্যটক না সেই সঙ্গে ভিন রাজ্যের পর্যটকের সংখ্যাও বাড়ছে দিঘায়।
{link}
আর তার একমাত্র কারণ দিঘা জগন্নাথ ধাম (Jagannath Temple, Digha) সংস্কৃতি চর্চা কেন্দ্র! জগন্নাথ মন্দিরের কারণে বদলে যাওয়া দিঘায় এসে আপ্লুত ভিন রাজ্যের পর্যটকেরা। দিঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র উদ্বোধনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দিঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির ও জগন্নাথ দেব দেখতে ভিড় করছেন সাধারণ পর্যটকেরা। মন্দির পরিচালনায় রয়েছে কলকাতার ইসকন কর্তৃপক্ষ।
{link}
জগন্নাথ মন্দিরের দ্বায়িত্বে থাকা ইসকন কর্তৃপক্ষ জানাচ্ছে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে মন্দিরে। আর তার মধ্যে বেশিরভাগটাই ভিন রাজ্যের পর্যটকেরা ভিড় জমিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের পর্যটকেরা ভিড় জমিয়েছে। পুরীর আদলে তৈরি নবর্নিমিত এই দিঘার জগন্নাথ মন্দির পর্যটকদের মনে ধরেছে। দিঘায় বেড়াতে এসে জগন্নাথ মন্দির বাড়তি পাওনা ভিন রাজ্যের পর্যটকদের আপ্লুত করেছে। এ বিষয়ে বিহার থেকে আসা পর্যটক সঞ্জীব কুমার শানু জানিয়েছেন, 'পাঁচ ছয় বছর ধরে দিঘা বেড়াতে এসেছি। কিন্তু এবার শুধুমাত্র জগন্নাথ মন্দিরের টানেই এলাম। খুব সুন্দর লাগছে। মন্দির খুব সুন্দর হয়েছে।'
{ads}