header banner

Telangana : ঘাস চাষ করে ব্যাপক লাভ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুনতে অনেকটা গল্পের মতো হলো ঘটনাটা একদম সত্যি। ধান, গম, যব নয় এমন কি আম কাঁঠালো নয়, শুধু ঘাষের  চাষ করে ব্যাপক সাফল্য পেলেন তেলেঙ্গানার (Telangana) কৃষক (Farmer) কট্টা সন্তোষ। কার্পেট গ্রাস (Carpet grass)’-এর চাহিদা আজকাল তুঙ্গে। সুন্দর সুন্দর বাড়ির বাইরে বা ছাদে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত হয় এই ঘাস।

{link}

হায়দ্রাবাদ (Hyderabad) ঘাটকেসার এলাকায় জমি লিজ নিয়ে তাই এই ঘাসের চাষ শুরু করেন সন্তোষ। গত ১৬ বছর ধরে ঘাস চাষ করছেন। লাভও দেদার। এখন তিরুমালাপুর দোদলোনিপল্লি নওয়াবুপেটা মণ্ডলের ঘটকেসার এলাকায় তাঁদের পরিবারের ৫০ একরের বেশি জমি রয়েছে। সেখানে বছরের ছ’মাস ঘাসের চাষ হয়। বাজারে এক বর্গফুট ঘাসের দাম ১২ টাকার বেশি। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) জেলাগুলি ছাড়াও, মহারাষ্ট্রে (Maharashtra) রফতানি হচ্ছে এই ঘাস। তিরুমালাপুরে একটি নার্সারি স্থাপন করেতেন সন্তোষ।

{link}

 চাষের পদ্ধতি (Cultivation methods)—


প্রথমে সন্তোষ অন্ধ্রপ্রদেশের কাদিয়াম থেকে কার্পেট গ্রাসের বীজ এনে বপন করেছিলেন। ঘাস জলে ধুয়ে ধানের মতো জমিতে রোপণ করা হয়। জৈব সার, ডিএপি ও ইউরিয়া ব্যবহার করা হয়। আগাছা প্রতিরোধের জন্য ওষুধও স্প্রে করা হয়। সন্তোষ বলেন, ‘চাষের কাজ করতেই ভালবাসি। কয়েক বছর আগে, লোকসানে পড়ে মনোবল ভেঙে গিয়েছিল। ঋণ পরিশোধের জন্য খামার বিক্রি করেছি। তারপর জমি ইজারা নিয়ে চাষ করছি। ঘাস রফতানি করে ভাল লাভ হয়েছে।’ সন্তোষ জানান, কার্পেট গ্রাস চাষে যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় তবে ১.৫ কোটি টাকা লাভ পাওয়া যেতে পারে। সন্তোষ এর সঙ্গে সহমত হয়েছে কৃষি দপ্তর জানাচ্ছে, সঠিক প্রশিক্ষণ (training) নিয়ে কাজে নামলে লাভ অনেক হতে পারে।

{ads}

News Breaking News Telangana Farmer Carpet grass Hyderabad Andhra Pradesh Cultivation methods Maharashtra export Profit training সংবাদ

Last Updated :